চীনকে হটিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্যিক অংশীদার জার্মানি
ভূ-রাজনীতিতে চিরশত্রু চীন যুক্তরাষ্ট্রের শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবেও জায়গা হারালো। অনেক বছর পর চীনকে হটিয়ে মার্কিনীদের সবচেয়ে বড় ব্যবসায়িক মিত্র হিসেবে তালিকার প্রথমে উঠে এসেছে ইউরোপের সর্ববৃহৎ অর্থনীতি জার্মানি। চলতি বছরের প্রথম তিনমাসে প্রায় সাত হাজার কোটি ডলারের বাণিজ্য করেছে যুক্তরাষ্ট্র-জার্মানি।