পহেলা বৈশাখ ঘিরে ১৪ কিলোমিটার আল্পনা
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ঘিরে কিশোগঞ্জের হাওর বিধৌত উপজেলা মিঠামইনে আঁকা হচ্ছে দেশের সবচেয়ে বড় আল্পনা। এ আল্পনাটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। 'আল্পনায় বৈশাখ-১৪৩১ উৎসব' এর এই আয়োজন শুধু চোখ জুড়াবে না, দেশের জন্য বয়ে আনবে সম্মানও।