আগামী রোববার (১৪ এপ্রিল) বাঙালির সবচেয়ে বড় উৎসব পহেলা বৈশাখ। আগের বছরকে বিদায় দিয়ে নতুন একটি বছরকে বরণ করে নেবে বাঙালি। এর জন্য দেশের নানা জায়গায় করা হয়ে থাকে নানা আয়োজন। এর মধ্যে একটি হলো আলপনা।
এবার পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশের সবচেয়ে বড় আল্পনা করা হচ্ছে কিশোরগঞ্জের মিঠামইনে। এ আল্পনা শুধু চোখই জুড়াবে না। এটি দেশের জন্য সম্মানও বয়ে আনবে। কারণ মিঠামইন জিরোপয়েন্ট থেকে অষ্টগ্রাম জিরোপয়েন্ট পর্যন্ত ১৪ কিলোমিটার সড়কে আলপনা নাম লেখানোর আশা গিনেজ বুক অব ওয়ার্ল্ডে।
আল্পনা আঁকছেন
আজ (শুক্রবার, ১২ এপ্রিল) বিকেল ৪টায় এই আলপনা উৎসবের শুরু হয়। যা ঘিরে আনন্দের কমতি ছিল না হাওড়বাসীর মাঝে। ১৪ এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই আয়োজন।
শনিবার খুলনার শিববাড়ী মোড় ও ঢাকার মানিক মিয়া এভিনিউয়েও আলপনা আঁকা শুরু হবে।
এশিয়াটিক চেয়ারম্যান আসাদুজ্জামান নূর বলেন, 'এই দীর্ঘ রাস্তা ব্যবহার করে কি করা যায় ভাবছিলাম। তারপরই মাথায় এলো যে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে এটাকে উপস্থাপনা করা যায় কি না। সে চিন্তা থেকেই এ উদ্যোগ গ্রহণ করেছি।'
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক বলেন, 'আজ থেকে এটার কাজ শুরু হয়েছে। আশা করি দুই দিনের ভেতরে এ আল্পনা আঁকা শেষ হবে। আমরা চাই এটা গিনেজ বুক অব ওয়ার্ল্ডে উঠবে।'