স্বর্ণযুগে বিটকয়েন, গড়ছে নতুন সব রেকর্ড
ধারাবাহিক রেকর্ড ভেঙে, একের পর এক নতুন রেকর্ড গড়ছে বিটকয়েন। প্রবেশ করেছে নতুন স্বর্ণযুগে। সোমবার বিশ্বের শীর্ষ ক্রিপ্টোমুদ্রার দর ছাড়িয়ে যায় এক লাখ সাত হাজার ডলার। নতুন বছরে বিটকয়েনের দাম দুই লাখ ১০ লাখ ডলারও ছাড়িয়ে যেতে পারে বলে আভাস বাজার গবেষণা প্রতিষ্ঠানের। ঊর্ধ্বমুখী অন্যান্য ক্রিপ্টোমুদ্রাও।
আবারো নতুন রেকর্ড ছুঁয়েছে বিটকয়েন
আবারো নতুন রেকর্ড ছুঁয়েছে বিটকয়েন। এক লাখ ডলারের মাইলফলক স্পর্শের দুই সপ্তাহের মাথায় আরও ছয় শতাংশ বাড়লো দর। সাম্প্রতিক ঊর্ধ্বগতির কারণে প্রতিষ্ঠার পর এবারই প্রথম মূলধারার মুদ্রাবাজারে গ্রহণযোগ্যতা তৈরির পথে বিটকয়েন। বিনিয়োগকারীদের আশা, বছর শেষের আগেই প্রতি বিটকয়েনের মূল্য পৌঁছে যাবে এক লাখ ২০ হাজার ডলারে।
বিটকয়েনের নাটকীয় উত্থানে উচ্ছ্বসিত বিনিয়োগকারীরা
বিটকয়েনে নাটকীয় উত্থানে উচ্ছ্বসিত দেশে দেশে ক্রিপ্টোমুদ্রায় বিনিয়োগকারীরা। চলতি বছরের সর্বনিম্ন ৩৮ হাজার ৫০৫ ডলার থেকে দ্বিগুণের বেশি বেড়ে এক লাখ ডলারের মাইলফলক স্পর্শের পথে বিটকয়েন; এক বছর আগেও যা ছিল অকল্পনীয়। তবে বছরের শেষে দাম আবারও নিম্নমুখী হবে বিটকয়েনের, আভাস বিশ্লেষকদের।
বিটকয়েনের দাম ৭.৯ শতাংশ কমে ৬১ হাজার ৮৪২ ডলারে
বিটকয়েনের শেয়ারের দাম একদিনে ৭.৯ শতাংশ কমে ৬১ হাজার ৮৪২ ডলারে এসে দাঁড়িয়েছে। যা আগের দিন থেকে ৫ হাজার ৩০৮ ডলার হারিয়েছে। খবর রয়টার্স।
৬৮ হাজার ডলার ছাড়ালো বিটকয়েনের দাম
বিশ্বের শীর্ষ ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের প্রতিটির দাম ৬৮ হাজার ডলার ছাড়ালো। সোমবার (৪ মার্চ) দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিটকয়েনের লেনদেন হয় ক্রিপ্টোবাজারে।