ক্রিপ্টো
অর্থনীতি
0

৬৮ হাজার ডলার ছাড়ালো বিটকয়েনের দাম

বিশ্বের শীর্ষ ক্রিপ্টো মুদ্রা বিটকয়েনের প্রতিটির দাম ৬৮ হাজার ডলার ছাড়ালো। সোমবার (৪ মার্চ) দুই বছরের মধ্যে সর্বোচ্চ দামে বিটকয়েনের লেনদেন হয় ক্রিপ্টোবাজারে।

বিটকয়েনপ্রতি ৬৮ হাজার ১৬১ ডলারে এ দিনের লেনদেন শেষ হয়। যা একদিন আগের তুলনায় ২ দশমিক ৬ শতাংশ বা ৩ হাজার ৫১৮ ডলার বেশি। এদিন লেনদেনের এক পর্যায়ে ক্রিপ্টো মুদ্রার সর্বোচ্চ দাম উঠেছিল ৬৮ হাজার ৫৮০ ডলার।

এ নিয়ে বাজারমূল্যে বিশ্বের শীর্ষ এ মুদ্রা চলতি বছর ৫০ শতাংশের বেশি দাম ফিরে পেয়েছে। গেল কয়েক সপ্তাহ ধরেই ক্রিপ্টোবাজারে ঊর্ধ্বমুখী বিটকয়েন।

শেষবার ২০২১ সালের নভেম্বরে ৬৮ হাজার ৯৯৯ ডলার ৯৯ সেন্টে বিক্রি হয় ক্রিপ্টো মুদ্রা।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর