পয়লা বৈশাখ ঘিরে ঘটে আর্থ সামাজিক উন্নয়ন
চৈত্র সংক্রান্তি বা পহেলা বৈশাখের আয়োজন দুটোই যেন জড়িয়ে আছে বাঙালির সত্তা ও সংস্কৃতিতে। বিশেষ করে পহেলা বৈশাখের আয়োজন বাঙালির হৃদয় রাঙিয়ে তোলার পাশাপাশি বিশেষ ভূমিকা রাখে জনজীবন ও আর্থ সামাজিক উন্নয়নে। কালের আবর্তে বৈশাখী মেলাসহ হারাতে বসেছে এমন নানা আনুষ্ঠানিকতা। অর্থনীতিবিদের মতে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে মেলাসহ সংক্রান্তির উৎসব ফিরিয়ে আনার বিকল্প নেই।
বিভিন্ন সংস্কৃতি-ঐতিহ্য বিনিময়ে বাঙ্গালি সংস্কৃতি ঋদ্ধ হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিভিন্ন দেশের সংস্কৃতি ও ঐতিহ্য বিনিময়ের মাধ্যমে বাঙালি সংস্কৃতি আরও ঋদ্ধ হবে। বাঙালি সংস্কৃতির ঐতিহ্যের সাথে জাপানীজ কৃষ্টি, শিক্ষাদীক্ষা চর্চা ও অনুশীলন করতে পারলে বাঙালি সংস্কৃতি আরও মার্জিত হবে বলেও জানিয়েছেন তিনি।
বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রার সব প্রস্তুতি সম্পন্ন
নতুনের বার্তা নিয়ে আসে বৈশাখ। মঙ্গল শোভাযাত্রায় বাড়তি রঙ পায় বাঙালির চিরায়ত বর্ষবরণ উৎসব। শোভাযাত্রার মোটিফে রঙতুলির শেষ পরশ বুলাতে ব্যস্ত চারুকলার শিক্ষক-শিক্ষার্থীরা। সার্বজনীন উৎসব ঘিরে সৃজনশীল শিল্পচর্চা অব্যাহত থাকবে। দূর হবে যাবতীয় কলুষতা, আশা আয়োজকদের।
কুমিল্লার কোটবাড়িতে পর্যটন স্পট শালবন বিহার
কুমিল্লার কোটবাড়িতে শালবন বিহার দেখতে প্রতিবছর আসেন দেশি-বিদেশি পর্যটক। সবুজ ঘন শালবনের পাশে বিহারটি শুধু বিনোদনপ্রেমীদেরই আকর্ষণ নয়; ঐতিহ্য আর প্রত্ন গবেষকদেরও আকর্ষণের স্থান এটি।