আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের শিকার ১১ পরিবারের অভিযোগ
শেখ হাসিনা সরকারের আমলে বিভিন্ন সময়ে তাদের স্বজনরা গুম হয়েছেন দাবি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে ১১টি পরিবার। গুমের সঙ্গে জড়িত সবার বিচার চান তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর জানিয়েছেন, গুমের সব অভিযোগে শেখ হাসিনাকে আসামি করা হয়নি। ট্রাইব্যুনালের সংশোধিত আইনে গুমের বিচার করা হবে।