শেখ হাসিনার মামলার রায়: ট্রাইব্যুনালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

কঠোর নিরাপত্তা বলয়ে ট্রাইব্যুনাল
কঠোর নিরাপত্তা বলয়ে ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
1

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের মামলার রায় ঘোষণা হবে আজ। এ রায় ঘিরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

আজ (সোমবার, ১৭ নভেম্বর) সকাল থেকে ট্রাইব্যুনালের সামনে এ চিত্র দেখা গেছে। সুপ্রিম কোর্টের চার দিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মাজার গেটের সামনে রয়েছে সেনাবাহিনীর অবস্থান।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশ র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আরও পড়ুন:

বেলা ১১টায় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা হবে। রায় পড়া বিটিভি ও রয়টার্সে সরাসরি সম্প্রচার করা হবে।

গেল অক্টোবরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য করা দ্বিতীয় মামলা। এর আসামি গণঅভ্যুত্থানের মুখে পতন হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষ করে, আলোচিত এ মামলা রায় ঘোষণার দিনে উপনীত হয়েছে ট্রাইব্যুনাল।

ইএ