সাফ ফুটসাল: ভারতের নারীদের হারিয়ে শুভ সূচনা বাংলাদেশের

ম্যাচের একটি মুহূর্ত
ম্যাচের একটি মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভারত নারী ফুটসাল দলকে ৩-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী ফুটসাল দল। ম্যাচে জোড়া গোল পেয়েছেন সাবিনা খাতুন।

ম্যাচের ৭ মিনিটেই কৃষ্ণা রাণীর সহযোগীতায় সাবিনা খাতুন গোল করে লিড এনে দেন দলকে। লাল-সবুজ জার্সিতে ফুটসালে মেয়েদের হয়ে এটি বাংলাদেশের প্রথম গোল।

ম্যাচের ১২ মিনিটে গোল করে নিজের জোড়া গোল পূরণ করেন সাবিনা। এবারও গোলের সহায়তায় ছিলেন কৃষ্ণা। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধে অবশ্য বেশকিছু আক্রমণ করে ভারত। তবে ম্যাচের ৩১ মিনিটে গোল করে ৩-০ তে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের ৩৬ মিনিটে ভারত একটি গোল পরিশোধ করলেও তা বাংলাদেশের জয় ফেরাতে যথেষ্ট ছিল না।

ম্যাচ শেষে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সাবিনা। সেইসঙ্গে ফুটসাল নিয়ে নিজের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এসএইচ