এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ শুরু: প্রস্তুত বাংলাদেশসহ বিভিন্ন দেশের আর্চাররা

আর্চারির অনুশীলন চলছে
আর্চারির অনুশীলন চলছে | ছবি: এখন টিভি
0

এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের মূল লড়াই শুরু হয়েছে। তার আগে জাতীয় স্টেডিয়ামে বিভিন্ন দেশের আর্চাররা করেছেন আনুষ্ঠানিক অনুশীলন। তীর ধনুকের ব্যস্ত অনুশীলন শেষে এখন টেলিভিশনকে একান্ত সাক্ষাৎকারে নিজেদের সম্ভাবনার কথা জানিয়েছেন আরব আমিরাতের আর্চার ও কোচ। এবারের আসরে বাংলাদেশও ভালো করবে বলে মত তাদের।

সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় পর্দা উঠেছে এশিয়ান আর্চারির এবারের আসরের। প্রথম দিন আনুষ্ঠানিক অনুশীলনে ব্যস্ত থেকেছে দলগুলো। দ্বিতীয় দিন অর্থাৎ রোববার থেকে মাঠে গড়াবে মূল খেলা। সেখানে অংশ নিচ্ছেন ৩০টি দেশের ২০৯ জন আর্চার।

প্রথমবার বাংলাদেশে এমন একটি আন্তর্জাতিক ইভেন্টে অংশ নিতে আরব আমিরাত থেকে এসেছেন ১০ জন আর্চার। আয়োজন নিয়ে প্রশংসার পাশাপাশি নিজেদের সম্ভাবনার কথাও ব্যক্ত করেছেন দেশটির আর্চার হাসা আলওয়ালিদি। সাথে বাংলাদেশি আর্চারদের এবারের আসরে ভালো করার সম্ভাবনাও আছে বলে জানিয়েছেন তিনি।

রিকার্ভ আর্চার হাসা আলওয়ালিদি বলেন, ‘অনেক দেশই আছে যারা চমক দেখাতে পারে। আমরাও তাদের মধ্যে থাকবো বলে আশা রাখছি। বাংলাদেশি আর্চাররা ভালো করার সম্ভাবনা দেখছি। সাম্প্রতিক সময়ে তারা ভালো করছেন।’

আরব আমিরাতের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশি সাবেক আর্চার মোহাম্মদ সাজ্জাদ হোসেন। বিদেশি দলের সাথে কাজ করার অভিজ্ঞতা ব্যক্ত করেছেন সাবেক এই বাংলাদেশি অ্যাথলেট।

আরও পড়ুন:

আরব আমিরাত আর্চারি দলের কোচ মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, ‘আরব আমিরাতে ওদের যথেষ্ট ফ্যাসেলিটি আছে। আর্চারির জন্য যা যা প্রয়োজন সবকিছু অরগানাইজ করা বাছে তাদের। আমাদের বাংলাদেশি খেলোয়ারদের মধ্যে যে প্রতিভা আছে, তাদের মধ্যে তার কমতি আছে। তাদের কমতি থাকলেও ফ্যাসিলিটি ও অন্যান্য দিক দিয়ে তদারা এগিয়ে আছে।’

সিটি গ্রুপের পৃষ্ঠোপোষকতায় দেশের আর্চারিতে পরিবর্তন এসেছে বলে মনে করেন আরব আমিরাতের বাংলাদেশি এ কোচ। তাদের পাশাপাশি যদি আরও বহুজাতিক প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে এগিয়ে আসে তাহলে কম জনপ্রিয় এ খেলাটি সবার মাঝে ছড়িয়ে যাবে বলে মনে করেন সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘আন্তরিক ধন্যবাদ জানাই আমাদের তীরকে। তারা আমাদের সঙ্গে দীর্ঘদিন যাবত আছে। আমাদের সঙ্গে থাকার কারণে আমাদের পাঁচ-ছয় বছরে উন্নয়ন হয়েছে। আর তাদের পাশাপাশি কেউ এগিয়ে আসলে এটি আরও বেগবান হবে।’

জনপ্রিয়তায় পিছিয়ে আর্চারি। তবে ভালো সুযোগ আর খেলার পরিবেশ পেলে এ খেলায় পাওয়া যাবে মেধাবী খেলোয়াড়। সাথে এবারের আয়োজন সফল হলে আর্চারিতে নতুন মাইলফলক তৈরি করবে বাংলাদেশ এমনটাই মত সংশ্লিষ্টদের।

এফএস