ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইতিহাসের বর্বরতম গণহত্যা চালাচ্ছে ইসরাইল। গেল ৭ দিনে প্রাণহানির শিকার হয়েছে সহস্রাধিক মানুষ। গতকালই মারা গেছেন কয়েকশ মানুষ। সবমিলিয়ে ইসরাইলি আগ্রাসনে নিহতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৫০ হাজারেরও বেশি।
ইসরাইলি সেনাদের একের পর এক হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা নগরী। একের পর এক বোমা হামলায় আবাসিক ভবন, মসজিদ, স্কুল কলেজ সব গুঁড়িয়ে গেছে। ভেঙ্গে পড়েছে গাজার স্বাস্থ্যসেবা খাত। সাধারণ মানুষ, নারী-পুরুষ শিশু থেকে শুরু করে রক্ষা পায়নি ডাক্তার কিংবা অস্থায়ী ক্যাম্পের মানুষজন। ড্রোনের মাধ্যমে খুঁজে খুঁজে হত্যাযজ্ঞ চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী।
গাজায় এমন মানবিক বিপর্যয়ের প্রতিবাদে পুরো বিশ্বে সোমবার কর্মবিরতি আহ্বান করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশেও অনেক স্কুলকলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে। বিশ্বব্যাপী চলমান এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের অনেক তারকাও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের তারকা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ লিখেছেন, 'ইয়া আল্লাহ ইয়া কারিম ইয়া রাহ মানুর রাহিম আমাদের সাহায্য করুন। আল্লাহ আপনি আমাদের রক্ষাকর্তা আপনি আমাদের জয়ী করুন। এটা সহ্য করা যাচ্ছেনা। ইয়া রাব্ব আপনি আহাদ ইয়া সামাদ আপনি ফিলিস্তিনিদের রক্ষা করুন।'
মুশফিকুর রহিম লিখেছেন, 'ইয়া আল্লাহ সবখানে নিপীড়িত মানুষদের আপনি রক্ষা করুন। আপনি তাদের জন্য রক্ষক, সাহায্যকারী, সমর্থক ও শক্তিদাতা হয়ে যান।'
ক্রিকেটার তানজিদ তামিম তার ফেসবুক ওয়ালে লেখেন, 'জালিমদের বিচার আল্লাহ অবশ্যই করবেন কারণ আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। কুরআনের ওয়াদা কখনো মিথ্যা হতে পারেনা। পৃথিবী যতোদিন টিকে থাকবে গাজা, ফিলিস্তিন ততদিন টিকে থাকবে এবং শেষ যামানার সবথেকে গুরুত্বপূর্ণ এলাকা হবে এই পবিত্র ভূমি। হয়তো আজকের এই দুর্দিন আমাদের বিজয়ের প্রথম ধাপ।'
ক্রিকেটার মৃত্যুঞ্জয় চৌধুরী লিখেছেন, 'আল্লাহ আমাদের ফিলিস্তিনের ভাইদের রক্ষা করুন। নিশ্চয় আপনি তাদের জন্য একাই যথেষ্ট। হে আল্লাহ মুসলিম শাসকদের এবং আমাদের এক হওয়ার তৌফিক দিন।'
তানজিম সাকিব লিখেছেন, ‘মুসলিমরা এতো ভীত ছিল না। বদরের প্রান্তরে সুসজ্জিত ১০০০ জনের বিরুদ্ধে ৩০০ জনের সেই ঐতিহাসিক বীরত্ব গাথা কাহিনি তো আমাদের। দুনিয়া প্রতি কি আমাদের এতোটাই কাপুরুষ বানিয়ে দিলো?’
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ফিলিস্তিনিদের সাথে সমর্থন রেখে নিজের ফেসবুক ওয়ালে লিখেছেন, ‘তোমরা আমাদের হৃদয়ে আছো সবসময়।’