বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্সের রোলার স্কেটিং ম্যারাথন অনুষ্ঠিত

.
অন্য সব খেলা
এখন মাঠে
0

বাংলাদেশ অ্যালায়েন্স অব স্কেটার্সের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে রোলার স্কেটিং ম্যারাথন। আজ (শুক্রবার, ২১ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে চারটি ক্যাটাগরিতে এ আয়োজনে অংশ নেয় ২৫০ জন স্কেটার।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ আয়োজনের মূল লক্ষ্য ছিল খেলাটিকে মানুষের মধ্যে গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বাড়ানো। আর এবারই প্রথমবারের মতো বিজয়ীদের জন্য প্রাইজমানির ব্যবস্থা করেন আয়োজকরা।

শুধু তাই নয় ঢাকার বাইরে থেকে অংশ নেয়া স্কেটাররা ভার্চুয়ালি অংশ নেয় রোলার স্কেটিং ম্যারাথনে। আয়োজন শেষে বিজয়ীদের মাঝে মেডেলসহ তুলে দেয়া অর্থ পুরস্কারও।

এএম