তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ৪৩৮ জন অ্যাথলেট। যার মধ্যে পুরুষ ৩৩৮ এবং নারী ১০০ জন। প্রথমদিন ৪০০ মিটার, ১০০ মিটার স্প্রিন্ট শটপুট, পুরুষ এবং নারীদের হাইজাম্প ফাইনাল অনুষ্ঠিত হবে।
বিকাল ৩ টায় ১শ এবং ৪শ মিটারের ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে জাতীয় স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
গেল আসরের চেয়ে এবার প্রতিযোগিদের জন্য বাড়ানো হয়েছে প্রাইজমানি। স্বর্ণ পদক জয়ীদের জন্য ৬ হাজার, রোপ্য পেলে ৪ হাজার এবং ব্রোঞ্জ পদক। জিতলে মিলবে ২ হাজার টাকা। যা গেল বারের তুলনায় দ্বিগুণ। কোনো প্রতিযোগি রেকর্ড করলে পাবে ১০ হাজার টাকা। ৪৩ টি দলের ৪০ ইভেন্টে পুরো আয়োজন করতে ফেডারেশনের বাজেট ২৪ লাখের বেশি টাকা।