রড লেভার এরিনায় চোট নিয়ে খেলতে নামেন জকো। তবে বেশিক্ষণ চালাতে পারেননি ফাইনাল নিশ্চিতের লড়াই। প্রথম সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৭-৬ গেমে প্রথম সেটে হারেন সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী এই টেনিস তারকা।
পরে চোটে কারণে ওয়াকওভার করায় নির্ধারণ হয়ে যায় আসরের প্রথম ফাইনালিস্টের নাম। যে কারণে ক্যারিয়ারে ২৫ তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার জন্য অপেক্ষা আরো বাড়লো সার্বিয়ান এই তারকার।