অন্য সব খেলা
এখন মাঠে
0

৪০০ মিলিয়ন ডলার সমমূল্যের গাড়ি বিক্রি করছেন বার্ন একলেসটন

সাবেক ফর্মুলা ওয়ান পরিচালক বার্ন একলেসটন প্রায় ৪০০ মিলিয়ন ডলার সমমূল্যের গাড়ি বিক্রি করছেন। তাঁর রয়েছে ফর্মুলা ওয়ান ইতিহাসের দুর্লভ বিশাল গাড়িবহর। ফেরারির ১ম ফর্মুলা ওয়ান গাড়ি থেকে শুরু করে ব্রাভামের ফ্যান ফেভারিট গর্ডন মারি অটোমোটিভের গাড়িও আছে এই তালিকায়। ইউনিক ডিজাইন ও চ্যাম্পিয়নশিপ জেতা প্রায় ৭০ টা গাড়ি প্রস্তুত হচ্ছে বিক্রির জন্য।

২০১৭ সালে ৪.৬ বিলিয়ন ডলারে লিবার্টি মিডিয়া কিনে নেওয়ার আগ পর্যন্ত বার্নাড চার্লস ছিলেন ফর্মুলা ১ এর অবিসংবাদিত রাজা।

ছোটখাট গড়নের একলেস্টন কয়েক বছর ধরে খেলাধুলায় এক বিশাল ব্যক্তিত্ব, বর্তমান বাজারে ফর্মুলা ওয়ানকে বিলিয়ন ডলারের বিশাল মার্কেটে পরিণত করার অন্যতম কারিগর তিনি। রেসিং কার সংগ্রহে একলেস্টোন এর তুলনা তিনি নিজেই। সম্প্রতি তিনি ঘোষণা দিয়েছেন এই বিখ্যাত গাড়ি গুলোর বিক্রির ব্যাপারে।

যুক্তরাজ্যের ডার্বিশায়ারের একজন বিশেষজ্ঞ ডিলার টম হার্টলি জুনিয়রের সহায়তায় বিক্রি হবে গ্র্যান্ড প্রিক্সে ব্যবহৃত ৬৯ টি গাড়ি। হার্টলির সাথে একলেস্টনের ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। ১৯৫৭ সালে টেস্টা রোসা সহ অসংখ্য বিখ্যাত গাড়ি বিক্রির ডিল পরিচালনা করেছেন টম।

গাড়িগুলোর আনুমানিক মূল্য ধার্য করা হয়েছে ৪০০ মিলিয়ন ডলার যেগুলো আগে কখনো বিক্রি হয়নি। ১৯৭০ ও ৮০'র দশকে বিক্রির জন্য নির্ধারিত গাড়িগুলোর মধ্যে ফ্যানদের পছন্দের তালিকায় সবার উপরে গর্ডন মারের ডিজাইন করা বিটি-৪৬ গাড়ি।

জিএমএ টি৫০ গাড়ি যেন বিটি-৪৬ এর ডিএনএ । একই প্রযুক্তি চ্যাপারেল ও ম্যাকমুর্টি স্পিয়ারর্লিং এ দারুণ প্রভাব ফেলে। বিটি-৪৬ ১৯৭৮ সালে সুইডিশ গ্র্যান্ড প্রিক্সে ৩০ সেকেন্ডের ব্যবধানে প্রতিপক্ষকে পরাজিত করতে সক্ষম হয়। ফ্যানদের জন্য সুযোগ থাকছে গাড়িটি নিজের করে নেওয়ার।

এছাড়া উল্লেখযোগ্য গাড়ির মধ্যে আছে ২০০২ ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নশিপে ব্যবহৃত মাইকেল শুমাখারের এফ২০০২ এবং ডিনো ২৪৬ যেটি ব্যবহার করে ১৯৫৮ সালে চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন মাইক হথর্ন।

এই গাড়ির আরও একটি বিশেষত্ব এটি টানা ৩ সিজনে ব্যবহৃত হয়। যা ছিলো ফর্মুলা ওয়ানে ব্যবহৃত সর্বশেষ ফ্রন্ট ইঞ্জিন গাড়ি।

এই তালিকায় আছে ১৯৫৮ সালে প্রথম কন্সট্রাক্টর চ্যাম্পিয়নশিপ জেতা ভিডাব্লিও১০ গাড়ি। ফর্মুলা ওয়ান জেতা ১ম প্রথম ব্রিটিশ গাড়ি ছিলো এটি।ব্রাহামের গাড়িগুলোর অর্ধেকই কখনোও বিক্রির জন্য নিলামে উঠেনি। যে গাড়িগুলো ব্যবহার করেছেন বিখ্যাত পিকে ও সেনার মতো রেসাররা।

কোন নিলামে না তুলে প্রাইভেট ডিল ব্রোকার টম হার্টলির সহায়তায় গাড়িগুলো বিক্রি করতে চান একলেসটন।

মূলত এই দুর্লভ গাড়িগুলো মানুষের সামনে আনা কিংবা ভবিষ্যতে জাদুঘরে উন্মুক্ত করার ইচ্ছে প্রকাশ করেন ফর্মুলা ওয়ানের সাবেক বস বার্নাড চার্লস একলেসটন।

এএইচ