সাবেক ফর্মুলা ওয়ান পরিচালক বার্ন একলেসটন প্রায় ৪০০ মিলিয়ন ডলার সমমূল্যের গাড়ি বিক্রি করছেন। তাঁর রয়েছে ফর্মুলা ওয়ান ইতিহাসের দুর্লভ বিশাল গাড়িবহর। ফেরারির ১ম ফর্মুলা ওয়ান গাড়ি থেকে শুরু করে ব্রাভামের ফ্যান ফেভারিট গর্ডন মারি অটোমোটিভের গাড়িও আছে এই তালিকায়। ইউনিক ডিজাইন ও চ্যাম্পিয়নশিপ জেতা প্রায় ৭০ টা গাড়ি প্রস্তুত হচ্ছে বিক্রির জন্য।