অন্য সব খেলা
এখন মাঠে
0

২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত

২০৩৬ সালের অলিম্পিকের আয়োজক হতে চায় ভারত। এক বক্তব্যে এমন কথা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

দীর্ঘ ১২ বছর পরের অলিম্পিকের আয়োজক হওয়ার সক্ষমতা ভারতের মতো দেশের আছে বলে মনে করেন তিনি। জি-২০ সম্মেলনকে উদাহরণ হিসেবে দেখিয়েছেন মোদি।

দেশটির ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন ২০১০ সালের কমনওয়েলথ গেমস। দিল্লিতে আয়োজিত সেই গেমসে ৭৭টি দেশের চার হাজারের বেশি ক্রীড়াবিদ ২৭২টি ইভেন্টে অংশ নেন। এছাড়াও ২০১৭ সালে ফিফা অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ ফুটবল আয়োজনের অভিজ্ঞতা আছে ভারতের। ৱ

২০৩৬ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে ভারতের সঙ্গে আরও আছে সৌদি আরব, কাতার এবং তুরস্কের মতো দেশ। আগামী বছর নির্বাচনের পর আয়োজক দেশের নাম জানাবে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা-আইওসি।

সদ্য শেষ হওয়া প্যারিস অলিম্পিকে ভারত ১টি রুপা ও ৫টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক জিতেছে।

tech