স্বামী মারা যাওয়ার পর চায়ের কেটলিতে একে একে চার সন্তানকে মানুষ করেছেন তিনি। যার মধ্যে ছেলে তীরন্দাজ সাগর ইসলাম বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন ফ্রান্সে অনুষ্ঠেয় সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিকে। তাও আবার কিনা সরাসরি কোয়ালিফাই করা একমাত্র বাংলাদেশি হিসেবে। ছেলের এমন অর্জনে মায়ের সব কষ্ট, সংগ্রাম, ত্যাগ রূপ নিয়েছে গর্বে।
আর্চার সাগর ইসলামের মা সেলিনা বলেন, 'চোখে পানি আনন্দে। অলিম্পিকের পদক যেন বাংলাদেশের জন্য বয়ে আনতে পারে এই কামনা করি। মা হয়ে এই দোয়ায় করছি যেন ছেলে আরও বড় হয়।'
মায়ের মুখে হাসি ফুটাতে পেরে বেজায় খুশি ছেলে সাগরও। এবার বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসরে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার পালা। সেজন্য নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তত সাগর।
আর্চার সাগর ইসলাম বলেন, 'এই অলিম্পিকের প্রস্তুতি অনেক আগে থেকেই। আশা ছিল সরাসরি কোয়ালিফাই করা। আমরা ওইভাবেই প্র্যাকটিস করে আসছি।'
মূলত দীর্ঘদিন ধরেই তীর হাতে আলো ছড়িয়ে আসছেন তিনি। সম্প্রতি তুর্কিয়েতে অনুষ্ঠিত আর্চারি ফাইনাল কোটা প্রতিযোগিতায় রৌপ্যপদক অর্জন করেন। যেখানে ছেলেদের রিকার্ভ এককে অংশ নিয়েছিল ৪৬টি দেশ। মূলত এই আসরে কোয়ালিফাই করায় সরাসরি প্যারিস অলিম্পিক খেলার যোগ্যতা অর্জন করেন সাগর ইসলাম।
২০১৭ সাল থেকেই বাংলাদেশের আর্চারি ফেডারেশনের পৃষ্ঠপোষক হিসেবে আছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান সিটি গ্রুপ। তারই ধারাবাহিকতায় আর্চার সাগরের এমন অর্জনে তাদের সংবর্ধনা। যেখানে গ্রুপের পক্ষ থেকে ৫ লাখ টাকাও দেয়া হয় সাগরকে। তার এই অর্জনে সিটি গ্রুপও গর্বিত বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
সিটি গ্রুপের সেলস অ্যান্ড মার্কেটিং এক্সিকিউটিভ ডিরেক্টর জাফর উদ্দিন সিদ্দিকী বলেন, 'আর্চারি ফেডারেশন থেকে একজন আর্চারি হিসেবে সরাসরি কোয়ালিফাই করেছে। অলিম্পিকে অংশগ্রহণ করবে এইটা আমাদের গৌরবের বিষয়। আমি চায় আমাদের ছেলেরা স্বর্ণ জিতে আসুক।'
সংবর্ধনা অনুষ্ঠানে আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ফেডারেশনের সংগঠকেরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের শেষ সপ্তাহে অলিম্পিকে অংশ নিতে দেশ ছাড়ার কথা রয়েছে আর্চার দলের।