প্যারিস অলিম্পিকে খেলতে পারবে রাশিয়া ও বেলারুশের ক্রীড়াবিদরা। শুক্রবার (৮ ডিসেম্বর) এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে অলিম্পিক কমিটি। নিজেদের আগের সিদ্ধান্ত থেকে সরে এসে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি জানিয়েছে, একক ইভেন্টে অংশ নিতে পারবে দেশ দুটি। তবে, ব্যবহার করা যাবে না নিজ দেশের পতাকা, প্রতীক আর গাওয়া যাবে না জাতীয় সঙ্গীত। একইসঙ্গে অংশ নেয়া যাবে না দলীয় ইভেন্টেও।
গত বছর ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ক্রীড়াবিদদের প্রাথমিকভাবে আন্তর্জাতিক প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু এখন ধীরে ধীরে বেশিরভাগ খেলায় নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসাবে খেলার অনুমতি দেওয়া হচ্ছে।
শুক্রবার আইওসি-র নির্বাহী বোর্ডের বৈঠকের পর অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট নিজেদের সিদ্ধান্তের পরিবর্তনের যুক্তি তুলে ধরেন।
প্রেসিডেন্ট জানান, 'প্রথমত, সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। তা হল অন্য প্রতিযোগিতায় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাশিয়ান এবং বেলারুশিয়ান পাসপোর্টসহ ক্রীড়াবিদরা অংশগ্রহণ ও কাজ করে। আমরা প্রায় প্রতিদিনই বিভিন্ন খেলায় এটি দেখতে পাই। বিশেষ করে আমরা টেনিসে এটি বেশি দেখি, আমরা এটি সাইক্লিংয়েও দেখি। আমরা কিছু টেবিল টেনিস প্রতিযোগিতায় দেখি, আমরা এটি আইস হকিতে দেখি, আমরা এটি হ্যান্ডবলে দেখি, আমরা এটি ফুটবলে এবং অন্যান্য লিগে দেখি। মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে, এবং আমরা অন্যান্য মহাদেশেও এটি দেখতে পাই।'
আইওসি আরও বলেছে, যে অ্যাথলেটরা সক্রিয়ভাবে ইউক্রেনের যুদ্ধকে সমর্থন করে তাদেরকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। প্যারিস গেমসে এ পর্যন্ত ৪ হাজার ৬০০ জন ক্রীড়াবিদদের মধ্যে আটজন রাশিয়ান এবং তিনজন বেলারুশীয় ক্রীড়াবিদ রয়েছে।
এদিকে, নতুন এই সিদ্ধান্ত কার্যকর হলে প্যারিস অলিম্পিক বয়কট করার হুঁশিয়ারি দিয়েছে ইউক্রেন।





