সন্ত্রাসী হামলায় শঙ্কায় প্যারিস অলিম্পিক আয়োজন

শাহনুর শাকিব
0

সম্প্রতি প্যারিসে আইফেল টাওয়ারের নিচে এক জার্মান নাগরিক হত্যা কান্ডে শঙ্কা দেখা দিয়েছে ২০২৪ অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের। যদিও দেশটির ক্রীড়া মন্ত্রী বলছেন এই ঘটনার কোন প্রভাব অলিম্পিক আয়োজনে পড়বে না।

প্যারিস শহরজুড়ে যে দিকেই নজর যাবে চোখে পড়বে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের কাউন্টডাউন। দেখেই মনে হবে লাখো পর্যটককে আমন্ত্রণ জানাতে প্রস্তুত পুরো প্যারিস।

তবে ২ ডিসেম্বর প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের নিচে সন্ত্রাসীর ছুরিকাঘাতে এক জার্মান নাগরিক নিহত ও আরও দুই পর্যটকের আহত হওয়ার ঘটনায় শঙ্কা জেগেছে পর্যটকদের নিরাপত্তা নিয়ে। কারণ এই অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের বড় একটা অংশজুড়ে দর্শকদের মন জয় করতে প্রস্তুত সেইন নদীপাড়ের শহর।

শঙ্কা জাগলেও দেশটির ক্রীড়ামন্ত্রী আশ্বস্ত করেছেন অলিম্পিক পরিকল্পনায় এই ঘটনা কোন প্রভাব ফেলবে না।

আসছে বছরের জুলাইয়ে শুরু হতে যাওয়া গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৬০ টি নৌকার ৬ কিলোমিটার লম্বা এক শো-ডাউন হবার কথা আছে সেইন নদীতে। যেখানে ধারণা করা হচ্ছে লক্ষাধিক দর্শনার্থী উপস্থিত হবেন।

প্যারিস অলিম্পিকে প্রায় সাড়ে ১৪ হাজার ক্রীড়াবিদ ও কর্মকর্তাদের জন্য ভিলেজ বানানো হয়েছে। এই ভিলেজের আয়তন প্রায় ৭০টি ফুটবল মাঠের সমান। সব মিলিয়ে প্রায় ৯ হাজার ক্রীড়াবিদকে আতিথ্য দেবে প্যারিস অলিম্পিক ভিলেজ।

 

এসএস

আরও পড়ুন: