এক কোটি টিকিট বিক্রির প্রত্যাশা অলিম্পিকে

শাহনুর শাকিব
0

ভালোবাসার শহর কিংবা স্বপ্নের শহরে ফিরছে অলিম্পিকস।

নানা বৈচিত্রের সম্মিলনে প্যারিসের চোখ ধাঁধানো অপরূপ সৌন্দর্য অনায়াসে মন কাড়বে যে কারোরই। রঙ-বেরঙয়ের কত রূপেই না যেন সেজেছে প্যারিস। মুহূর্তের জন্য যেন চোখে স্তব্ধ হয়ে যায় দৃশ্যকল্প। দীর্ঘ ১০০ বছর পর এই শহরে ফিরছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত অলিম্পিকস গেমস।

আলোকরশ্মি আর অ্যাথলেটদের নজরকাড়া পারফরম্যান্সে বুদ হওয়ার অপেক্ষা ফুড়িয়ে এসেছে ক্রীড়াপ্রেমীদের। আসরের প্রস্তুতি অনেকটাই শেষের দিকে আয়োজক দেশ ফ্রান্সের। ক্রীড়াজগতের অন্যতম জমজমাট এই আসরকে ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। টিকিট বিক্রিও জমে উঠেছে অন্য যে কোনোবারের তুলনায়। সবমিলিয়ে ১ কোটি টিকিট বিক্রির পরিকল্পনা আছে আয়োজকদের। চলতি মাসে ৪ লাখ টিকিট বিক্রির প্রত্যাশা কর্তৃপক্ষের।

প্রধান পরিচালক কর্মকর্তা মিচাইল অ্যালোইসিও বলেন, ‘আমার মনে হয় না, এর আগে অলিম্পিকসে আর কোনো কমিটি এত দ্রুত এত বেশি টিকিট বিক্রি করতে পেরেছে। এবারের আসর শুরুর আগে দর্শকদের টিকিট কেনার চাহিদা যেভাবে বেড়েছে তাতে আমরা খুশি।’

মাঠের সবুজ ঘাস কিংবা টার্ফের পরিবর্তে নদীতে ছোট বড় জাহাজে চেপে মনোমুগ্ধকর পরিবেশে ঘুরে দেখবেন অংশগ্রহণকারী বিভিন্ন দেশের অ্যাথলেট। প্যারিসের আইফেল টাওয়ারের পাশ দিয়ে বয়ে যাওয়া সেইন নদীতে হওয়া উদ্বোধনী অনুষ্ঠানের সাক্ষী হতে চাইলে টিকিটের জন্য সর্বনিম্ন খরচ করতে হবে ১০ হাজারের টাকার বেশি। আর সর্বোচ্চ গুণতে হবে প্রায় তিন লাখ টাকা।

আগের অন্য আসরের থেকে প্যারিসে শুরু হতে যাওয়া আয়োজনে থাকছে সেমিতে হেরে গেলেও আবারও খেলার সুযোগ থাকা 'রিপেচেজ ফরম্যাট'। নতুন এই ফরম্যাট যুক্ত হচ্ছে পুরুষ ও মহিলাদের ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার, ১৫০০ মিটার ও হার্ডলস ইভেন্টগুলিতে। প্রথম রাউন্ডের হিটে যে অ্যাথলিটরা যোগ্যতা অর্জন করতে পারবেন না, তারা সেমিফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ পাবেন এই রিপেচেজের মাধ্যমেই।

বিগত আসরগুলোতে ২০ কিলোমিটার রেস ওয়াক করলেও এবারই অলিম্পিক্সে প্রথমবারের মতো থাকছে ৩৫ কিলোমিটারের রেস ওয়াক টিম ইভেন্ট। লিঙ্গ বৈষম্য ঘোচানোর পক্ষে বার্তা দিতেই পুরুষদের ৫০ মিটার রেস ওয়াকের পরিবর্তে রাখা হয়েছে মিক্সড-জেন্ডার ইভেন্ট। জোড় গতিতে টিকিট বিক্রির চাহিদা বাড়ার অন্যতম কারণও হতে পারে এটা।

এই আসরের মতো প্যারাঅলিম্পিকস নিয়ে অগ্রগতি কম থাকলেও ২৮ লাখের বেশি টিকিট বিক্রির প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

এসএস

আরও পড়ুন: