জীবনযাপন , ধর্ম
এখন মাঠে
0

সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ ক্রিকেট দলের ঈদ উদযাপন

ক্যারিবীয় দ্বীপ সেন্ট ভিনসেন্টে পবিত্র ঈদুল আজহা উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট দল। আজ (রোববার, ১৬ জুন) টিম টাইগাররা সীমিত আয়োজনে এই উদ্‌যাপন করেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষ্যে সাকিব-রিয়াদরা বর্তমানে অবস্থান করছেন ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। সেখানেই ঈদ উদযাপন করছেন তারা।

এদিন সকালে টিম হোটেলের কাছেই অস্থায়ী ঈদগাহে নামাজ আদায় করেন ক্রিকেটাররা। এর পর সবাই মিলে অংশ নেন ভূরিভোজ অনুষ্ঠানে।

আগামীকাল (সোমবার) ভোরে (স্থানীয় সময় রোববার সন্ধ্যায়) গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ প্রতিবেশী দেশ নেপাল।

এই ম্যাচটিতে জিতলেই সরাসরি সুপার এইটে পা রাখবেন শান্তরা।

আসু