সাফ ফুটসাল: নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ-ভুটান

বাংলাদেশ-ভুটান ম্যাচ
বাংলাদেশ-ভুটান ম্যাচ | ছবি: সংগৃহীত
0

সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। ভুটানের বিপক্ষে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

ভারতের সঙ্গে ৪-৪ গোলে ড্র দিয়ে আসর শুরু করে বাংলাদেশ। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচেও হোচট খায় সাইদ খোদারার দল। মালদ্বীপের কাছে ৬-১ ব্যধানের বিশাল ব্যবধানে হারে তারা।

আরও পড়ুন:

টানা দুই ম্যাচে জয়হীন থাকায় মাত্র এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান লাল সবুজের প্রতিনিধিদের। তাদের প্রতিপক্ষ ভুটানও নেই সন্তোষজনক অবস্থানে। বাংলাদেশের মতো এক ড্র আর এক ম্যাচ হেরে সমান পয়েন্ট নিয়ে টেবিলের ছয়ে আছে ভুটান।

রাউন্ড বরিন লিগ পদ্ধতিতে পয়েন্ট টেবিলের সেরা দলই নির্বাচিত হবে চ্যাম্পিয়ন হিসেবে। সেক্ষেত্রে আজকের ম্যাচে পূর্ণ পয়েন্ট অর্জনের বিকল্প নেই বাংলাদেশের।

এফএস