আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে মিশর এবং সেনেগাল। ২০২১ আসরের ফাইনালে দেখা হয়েছিল দুই দলের। সেবার শেষ হাসি ছিল সেনেগালের।
২০২৬ আসরের সেমিফাইনাল তাই মিশরের জন্য প্রতিশোধের মিশন। এ ম্যাচ দিয়ে লম্বা সময় পর দেখা হবে সাবেক দুই সতীর্থ মোহাম্মদ সালাহ এবং সাদিও মানের। প্রজন্মের অন্যতম সেরা দুই উইঙ্গারের লড়াই পার্থক্য গড়ে দিবে এ ম্যাচে।
আরও পড়ুন:
অন্য সেমিফাইনালে টুর্নামেন্টের বর্তমান রানার আপ নাইজেরিয়া খেলবে স্বাগতিক মরক্কোর বিপক্ষে। কদিন আগেই আরব কাপের শিরোপা জয় করা মরক্কো কিছুটা ফেভারিট হয়েই মাঠে নামবে। যদিও তিনবারের চ্যাম্পিয়ন নাইজেরিয়াও নিজেদের নামের সুবিচার করতে প্রস্তুত।





