এল ক্লাসিকো। সৌদি আরবে বছরে প্রথমবার মুখোমুখি দুই হেভিওয়েট রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। প্রত্যাশার পারদ যতটা উঁচুতে ছিল, তার পুরোটাই পূরণ করেছে দুই দল। স্প্যানিশ ফুটবলের ক্লাসিকাল লড়াই ঝড় তুলল মরুর বুকে। যেখানে শিরোপার শেষ হাসিটা ছিল কেবলই বার্সেলোনার জন্য।
শুরু থেকে আক্রমণ আর পালটা আক্রমণ ছিল বটে। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত। রাফিনিয়ার আড়াআড়ি নেয়া শট জড়াল রিয়ালের জালে। বার্সার লিড ১-০ গোলে। তবে প্রথমার্ধের রঙ ছড়ানো মুহূর্ত ছিল যোগ করা সময়ে।
আরও পড়ুন:
৪ মিনিটের ব্যবধানে এলো তিন গোল। ভিনিসিয়াসের অসামান্য ফিনিশে ম্যাচে ফেরে রিয়াল। এরপর লেওয়ানডস্কির ঠাণ্ডা মাথার ফিনিশে বার্সা ফের এগিয়ে যায়। কিন্তু গঞ্জালো গার্সিয়া ফের গোল করলে স্কোরলাইন হয় ২-২।
ম্যাচের দ্বিতীয়ার্ধে উত্তাপ ছড়ানো মুহূর্ত এসেছিল কয়েকবার। তবে গোল পেয়েছিল কেবল বার্সেলোনাই। ৭৩ মিনিটে রাফিনিয়ার ডিফ্লেক্টেড শট রিয়াল মাদ্রিদের জালে আশ্রইয় নিলে ৩-২ গোলে এগিয়ে যায় ব্লু-গ্রানারা। সেটাই ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।
ম্যাচের একেবারে শেষ সময়ে এসে দুইটি দারুণ সেইভে রিয়ালকে আর ম্যাচে ফেরার সুযোগ দেননি বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়া। সৌদি থেকে বার্সাও স্পেনের ফিরতি বিমান ধরেছে ট্রফি হাতে নিয়ে।





