জিম্বাবুয়ের থেকে র্যাঙ্কিংয়ে ৯৫ ধাপ এগিয়ে থাকলেও ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল মিশরই। ম্যাচের ২০ মিনিটে প্রিন্স ডুবের গোলে জিম্বাবুয়ে লিড নেয়। প্রথমার্ধে দাপট দেখালেও সমতায় আর ফিরতে পারেনি দ্য ফারাওরা।
আরও পড়ুন:
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় তারা। ৬৪ মিনিটে সমতায় আসে মিশর। মোহাম্মদ হামদির পাস থেকে গোল করেন ওমর মারমৌশ।
মিশরের জয়সূচক গোল আসে ম্যাচের অতিরিক্ত সময়ে। বা পায়ের শটে গোল করেন মোহাম্মদ সালাহ। এই গ্রুপের অন্য ম্যাচে দক্ষিণ আফ্রিকা ২-১ গোলে জয় পেয়েছে অ্যাঙ্গোলার বিপক্ষে।





