বাংলাদেশের হয়ে এরইমাঝে অনূর্ধ্ব-১৭ পর্যায়ে এক ম্যাচ খেলেছেন আরহাম। তরুণ এ ফরোয়ার্ডের ওপর আস্থাও আছে টিম ম্যানেজমেন্টের। যদিও লাল-সবুজের জার্সিতে একবারের বেশি খেলা হয়নি তার। তবে এবার তাকে অনূর্ধ্ব-২০ দলে সুযোগ করে দিতে চায় অস্ট্রেলিয়া।
আরও পড়ুন:
আর সকারুজদের হয়ে বয়সভিত্তিক পর্যায়ে কিংবা জাতীয় দলে সুযোগ পেলে বাংলাদেশের হয়ে খেলার পথও বন্ধ হয়ে যাবে আরহামের জন্য। চলতি ডিসেম্বরের ১৮ তারিখ থেকে জাপানে শুরু হবে এ টুর্নামেন্ট। আরহামের পরবর্তী সিদ্ধান্তের দিকেও তাই বাড়তি নজর থাকছে।





