স্প্যানিশ লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সা

বার্সেলোনা ফুটবল ক্লাবের তিন ফুটবলার
বার্সেলোনা ফুটবল ক্লাবের তিন ফুটবলার | ছবি: রয়টার্স
0

স্প্যানিশ লা লিগার বিগ ম্যাচে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে বাংলাদেশ সময় আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) রাত ২টায় শুরু হবে ম্যাচ।

লা লিগায় সবশেষ তিন ম্যাচে রিয়াল মাদ্রিদের ড্র-য়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। যদিও দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের মাঝে কেবলই ১ পয়েন্টের পার্থক্য।

আরও পড়ুন:

অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে বিগ ম্যাচে জয় নিয়ে সেই ব্যবধান বাড়িয়ে নিতে চায় বার্সা। দলে ইনজুরি সমস্যা থাকলেও তা এখনই ভাবাচ্ছে না কোচ হ্যান্সি ফ্লিককে। গত ম্যাচেই স্কোয়াডে যোগ দিয়েছেন উইঙ্গার রাফিনিয়া। সেই সুবাদে আক্রমণভাগে ইয়ামাল, ওলমো, লেওয়ানডস্কি এবং রাফিনিয়ার চেনা জুটি ফিরে পেয়েছে তারা।

প্রতিপক্ষ অ্যাতলেটিকো মাদ্রিদও অবশ্য এ ম্যাচ জিতলে উঠে আসবে শীর্ষ দুইয়ে। ডিয়েগো সিমিওনের দল সেই সুযোগ নিতে চায় পুরোদমে।

এফএস