এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই: শ্রীলঙ্কাকে ৫ গোলে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল | ছবি: সংগৃহীত
1

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। আজ (বুধবার, ২৬ নভেম্বর) শ্রীলঙ্কাকে হারিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

চীনে এদিন শুরু থেকেই শ্রীলঙ্কার ওপর আধিপত্য বিস্তার করে খেলতে শুরু করে ছোটন বাহিনী। তবে ফল পেতে অপেক্ষা করতে হয় ২৪ মিনিট পর্যন্ত। আরিফের দেয়া পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন ইকরামুল। ৫ মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন মানিক। ২-০ লিড নিয়ে বিরতিতে যায় দু'দল।

আরও পড়ুন:

দ্বিতীয়ার্ধেও বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে বাংলাদেশ। ৬৪ মিনিটে দলের পক্ষে তৃতীয় গোল আসে ফয়সালের পা থেকে। আর ৯০ মিনিটে বায়েজিতের দুরপাল্লার শটে করা গোলে ৪-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের অতিরিক্ত সময়ে ব্যক্তিগত দ্বিতীয় আর দলের পক্ষে পঞ্চম গোল করেন ফয়সাল। বড় জয় নিয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

ইএ