আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ৩ জাতি সিরিজ খেলতে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা।
সিরিজকে সামনে রেখে ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আফঈদা খন্দকারের নেতৃত্বে দলটি ২৬ নভেম্বর মালয়েশিয়া ও ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে দামাল কন্যারা।
সর্বশেষ থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল বাংলাদেশের মেয়েরা। সেই সিরিজে খেলা স্কোয়াডের সবাই আছেন ২৩ জনের দলে। নতুন করে যুক্ত হয়েছেন মামনি চাকমা ও তনিমা বিশ্বাস। এর মাঝে তনিমা ও রুমা আক্তার আছেন স্ট্যান্ডবাই হিসেবে। দুই ম্যাচেই ভালো খেলার আশ্বাস দিলেন অধিনায়ক আফঈদা। একই সুরে সুর মেলালেন নারী উইং এর প্রধান মাহফুজা আক্তার কিরণ।
তিনি বলেন, ‘আমরা মনে করি দলের প্রিপারেশন অনেক ভালো।’
আরও পড়ুন:
আফঈদা বলেন, ‘এখন আমরা একসঙ্গে অনুশীলন করেছি। আলহামদুলিল্লাহ আমাদের বোঝাপড়া ভালো।’
থাইল্যান্ড ম্যাচে বড় ব্যবধানে হারলেও কোচ জানালেন খেলায় হার জিত থাকবেই তবে সেই ম্যাচের ভুল থেকে নিজেদের শোধরানোর চেষ্টা করেছে মেয়েরা। সব মিলিয়ে নারী ফুটবল সঠিক পথেই আছে বলে অভিমত তার। চট্টগ্রামে টানা অনুশীলনে থাকায় মেয়েদের ভালো ফুটবল উপহার দেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ পিটার জেমস বাটলার।
তিনি বলেন, ‘আমরা এখন এএফসি পর্যায়ে দলগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবো। স্বাভাবিকভাবেই দলগুলো কঠিন প্রতিপক্ষ। আমরা থাইল্যান্ডের সঙ্গে হেরেছি, কোনো অযুহাত নেই। আমাদের সেরা খেলোয়াড়রা পুরোপুরি ফিট ছিল না। যদিও আমরা স্বল্প সময়ে আমাদের ভুলগুলো নিয়ে কাজ করেছি আমি আশাবাদী আমরা ভালো করবো।’
বাংলাদেশের জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক দলের মেয়েদের নিয়েও বেশ আশাবাদী পিটার তবে মেয়েদের ঘরোয়া লিগা না থাকায় তার কণ্ঠে ঝড়লো একরাশ আক্ষেপ।
পিটার বাটলার বলেন, ‘আমাদের একটা লিগ দরকার। দীর্ঘদিন ধরে এ লিগের জন্য হা হুতাশ করছি। আমাদের নিয়মিত লিগ না থাকাটা হতাশার। আমাদের মেয়েদেরকে পার্শ্ববর্তী দেশ ভূটানে গিয়ে খেলতে হয়, এটা দুঃখজনক।’
ট্রাইনেশনের পর ডিসেম্বরের শেষ দিকে মালয়েশিয়া জাতীয় দল ও সেদেশের সেরা ক্লাবের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলবে দামাল কন্যারা।





