সিনসিনাটির বিপক্ষে কনফারেন্স সেমিফাইনালে গোল করতে লিওনেল মেসির সময় লেগেছে ১৯ মিনিটে। বামপ্রান্ত থেকে মাতেও সিলভেত্তির মাপা ক্রসে মাথা ছুঁইয়ে গোল করেন মেসি। প্রথমার্ধে এরপর একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি ইন্টার মায়ামি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় তারা।
আরও পড়ুন:
বিরতির পর সিনসিনাটিকে চেপে ধরে মেসির দল। ৫৭ মিনিটে সিলভেত্তি এবং ৬২ মিনিটে তাদেও আয়েন্দের গোলে সরাসরি অবদান রাখেন এলএমটেন। ৭৪ মিনিটে ফের আয়েন্দের গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। এমএলএস প্লে-অফে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডটাও সেই সুবাদে নিজের করে নেন এই আর্জেন্টাইন। আগামী ৩০ তারিখ ইস্টার্ন কনফারেন্স ফাইনালে তাদের প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি।





