বাংলাদেশের জার্সিতে একটা জয়। বারবার চেষ্টা করেও ভারতের বিপক্ষে জয়ের খরা কাটেনি। তবে এবার বিফলে যায়নি হামজা-শমিতদের পরিশ্রম আর কোচের কৌশল। মিলল সফলতা। পূরণ হলো ভারতকে ২২ বছর পর হারানোর স্বপ্ন!
যাদের মাধ্যমে দেশের অগণিত ফুটবল ভক্তদের এত বড় প্রাপ্তি, তাদের ব্যস্ততার শেষ নেই। সকাল সকাল দেশ ছেড়েছেন দলের প্রাণভোমরা হামজা চৌধুরী।
দলের আরেক সুপারস্টার শমিত সোম শিকড়ের টানে গেছেন চায়ের দেশ শ্রীমঙ্গলে। তবে রাতভর উল্লাসের পর দলের বাকিদের আলস্য ভেঙ্গেছে একটু সময় করে। কিউবা মিচেল, শ্রাবণ, মোরসালিন, তারিক কাজী হোটেল ছেড়েছেন সময় নিয়ে।
কিউবা মিচেল বলেন, ‘শেষ কয়েকটা ম্যাচে আমরা জিততে পারছিলাম না। কাছাকাছি এসেও বার বার হার মানছিলাম। ভারতের বিপক্ষে জয় আমাদের ভক্তদের জন্য দারুণ একটা উপহার।’
তিনি বলেন, ‘আমরা খেলোয়াড় ক্যাম্পে কঠোর অনুশীলন করেছি। এই জয়টা ভক্তদের পাওনা ছিল। আমি এখন পুরোপুরি ফিট। খুব দ্রুতই আমি অনুশীলনে ফিরতে চাই। সামনেই ব্যস্ত সময় অপেক্ষা করছে। বসুন্ধরার হয়ে যত বেশি সম্ভব ম্যাচ খেলতে চাই।’
চার মাস পর আবারও এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। এ সময়ের মধ্যে দেশের মানহীন ঘরোয়া ফুটবলের ফাঁকে এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলার আয়োজনের দাবি ফুটবলারদের।
জামাল ভুইয়া বলেন, ‘অবশ্যই এ ম্যাচের আগে আমরা একটা ভালো দলের সঙ্গে খেলতে চাই। কারণ এত লম্বা গ্যাপ থাকাটা ঠিক নয়। তাই আশা করি ওরা ম্যাচ আয়োজন করবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘এশিয়ার যেকোনো দল হতে পারে, তবে একটা শক্তিশালী দল হতে হবে।’
বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, ‘আন্তর্জাতিক প্রীতি ম্যাচ, যেগুলো দেখতে বাংলাদেশের মানুষ আবার মাঠে আসবে, আরও ভালো পারফরম্যান্স আসবে এবং আন্তর্জাতিক ম্যাচের টাচে থাকবে- তাহলে চার মাস পর হঠাৎ খেললে সেটা আর গায়ে লাগবে না।’
তিনি বলেন, ‘হামজাকে যেকোনো মুহূর্তে নেতৃত্বে আনলে সে তার বেস্টটা দেবে। লিডারশিপ না দিলেও সে টিমকে তার অভিজ্ঞতা দিয়ে মোটিভেট করবে।’
এদিকে ভারতবধের উল্লাসে হামজা-জামালদের ক্রীড়া উপদেষ্টার ২ কোটি টাকা পুরস্কার ঘোষণার পর বাফুফে সভাপতির কাছে অর্থ পুরষ্কারের আবদার করেছেন জামাল-মোরসালিনরা। তাতে সাড়াও দিয়েছেন বাফুফে বস। এমন প্রাপ্তি ফুটবলারদের ভবিষ্যতে ভালো খেলায় উদ্দীপ্ত করবে বলে মনে করেন সাবেক অধিনায়ক মামুনুল।
মামুনুল ইসলাম বলেন, ‘এত টাকা বোনাস আমাদের কখনও দেয়া হয়নি। আমাদের সময় কখন ক্রীড়ামন্ত্রীও যায়নি, হেঠাৎ হয়তো প্রয়োজনে গেছে বা আমরা ফাইনালে গেছি, যেতে হবে, তাই গেছে। তবে আমি মনে করি এটা স্পোর্টসের জন্য ভালো যে, মন্ত্রণালয় থেকে ক্রীড়া উপদেষ্টা যাচ্ছে, সমর্থন করছেন।’
জামাল ভূঁইয়া বলেন, ‘আমি তাবিথ ভাইকে বোনাসের ব্যাপারে বলেছি। তিনি আগামী সপ্তাহে আমাদের সঙ্গে একটা ডিনার করবেন। সেখানে তিনি বোনাসের ব্যাপারটা ঘোষণা করবেন। এটা যেকোনো পরিমাণের হতে পারে।’
২৪ নভেম্বর থেকে শুরু হবে বিএফএলের মাঠের লড়াই। এর আগে নিজেদের প্রস্তুত করতে দেখা যাবে ফুটবলারদের ক্লাব ব্যস্ততা।





