সব বিতর্কের মাঝেও কোচের প্রতি আস্থা রাখছেন শামিত শোম
২২ বছর ধরে জয় অধরা। তবুও ভারতের বিপক্ষে ম্যাচ মানেই বাংলাদেশের ফুটবলে আলাদা উন্মাদনা। জাতীয় দলে সদ্য যোগ দেয়া শামিত শোম প্রথমবার মাঠে নামবেন দেশের ফুটবলের সবচেয়ে বড় প্রতিপক্ষের বিরুদ্ধে। বড় ম্যাচের জয়ের প্রত্যাশায় থাকা শামিত সব বিতর্কের মাঝেও আস্থা রাখছেন কোচ ক্যাবরেরার প্রতি।