ম্যাচের ২৯ মিনিটে চান্দের গোলে নেপাল এগিয়ে গেলেও বিরতির পর প্রথম মিনিটেই (ম্যাচের ৪৬ মিনিট) হামজার দারুণ এক ওভারহেড কিকের গোলে সমতায় ফেরে বাংলাদেশ।
ডান পাশ থেকে ফাহিমের ক্রস নেপালের এক খেলোয়াড় হেডে বিপদমুক্ত করতে চেয়েছিলেন, সেই বল বক্সের বাইরে পেয়ে যান জামাল ভূঁইয়া। তার বাড়ানো বল ওভারহেড কিকে জালে পাঠিয়েছেন হামজা।
আরও পড়ুন:
ঠিক এর ২ মিনিট পর ৪৮তম মিনিটে রাকিব হোসেন নেপালের বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বাংলাদেশ। স্পট কিক নিতে এগিয়ে যান হামজা। এরপর ঠান্ডা মাথায় নেপালি গোলকিপার কিরন কুমারকে বিভ্রান্ত করে বল জালে জড়াতে ভুল করেননি তিনি।





