উয়েফা ইউরোপা লিগে রোমা ও অ্যাস্টন ভিলার জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা চ্যাম্পিয়নস লিগ | ছবি: সংগৃহীত
0

উয়েফা ইউরোপা লিগের ম্যাচে রাতে নেমেছিল ইউরোপের বেশ কিছু বড় ক্লাব। যেখানে রোমা ও অ্যাস্টন ভিলা জয় পেলেও ধাক্কা খেয়েছে এফসি পোর্তো এবং নটিংহ্যাম ফরেস্ট।

ম্যাকাবি তেল আবিবের বিপক্ষে খেলতে নেমে সহজ জয় তুলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলা। ২-০ ব্যবধানে জিতেছে এমিলিয়ানো মার্টিনেজের দল। এছাড়া ম্যাতিয়াস সোলে ও লরেঞ্জো পেলেগ্রিনির গোলে রেঞ্জার্সকে একই ব্যবধানে হারিয়েছে এএস রোমা।

আরও পড়ুন:

অন্যদিকে উরট্রেখটের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে এফসি পোর্তো। স্টুর্ম গ্রাজের সঙ্গে গোলশূন্য ড্র করেছে নটিংহ্যাম ফরেস্ট। অন্য ম্যাচগুলোতে জয় পেয়েছে এফসি বাসেল, ফ্রেইবুর্গ ও রিয়াল বেতিস। তবে সেল্টা ভিগোর কাছে ৩-০ ব্যবধানে হেরে বড় ধাক্কা খেয়েছে ডায়নামো জাগ্রেব। রেড স্টার বেলগ্রেডের কাছে হেরেছে লিগ ওয়ানের দল লিল।

ইএ