ফিফা জানিয়েছে, বিশ্বজুড়ে শান্তিতে অসাধারণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ফিফা পিস প্রাইজ প্রদান করা হবে। প্রথম বছর পুরস্কারটি কে পাবেন তা নির্ধারণ করবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো নিজেই।
আরও পড়ুন:
তবে পরবর্তীতে এই পুরস্কার ফ্যানদের পক্ষ থেকে দেয়া হবে বলে জানিয়েছে ফিফা। গুঞ্জন আছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই পুরস্কার দেয়া হতে পারে। গত মাসে ঘোষিত নোবেল শান্তি পুরস্কারের জন্য তাকে বিবেচনা করা হয়নি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি ইনফান্তিনো। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানেই উত্তর পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি।





