রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হবে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। আতালান্তার বিপক্ষে নামবে অলিম্পিক মার্শেই, ডাচ জায়ান্ট আয়াক্সের প্রতিপক্ষ তুরস্কের ক্লাব গ্যালাতাসারে। ক্লাব ব্রুজের মাঠে খেলতে নামবে হান্সি ফ্লিকের বার্সেলোনা।
আরও পড়ুন:
এ ম্যাচে আলাদাভাবে নজর থাকবে কাতালান ক্লাবটির তরুণ সেনসেশন লামিনে ইয়ামালের ওপর। কাইরাত আলমাতিকে আতিথ্য দেবে ইন্টার মিলান। এছাড়া নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলবে অ্যাথলেটিক ক্লাব। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ২টায়।
এর আগে রাত পৌনে বারোটায় কারাবাগের বিপক্ষে খেলবে চেলসি।





