এক রাতেই চ্যাম্পিয়ন্স লিগের দুই ফাইনালের পুনরাবৃত্তি। ২০১৮ এবং ২০২২ সালে প্রেস্টিজিয়াস এ ক্লাব টুর্নামেন্টের ফাইনালে রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ছিল লিভারপুল। আর ২০২০ সালে প্যারিস সেইন্ট জার্মেইয়ের বিপক্ষে শিরোপা জিতেছিল বায়ার্ন মিউনিখ।
চ্যাম্পিয়ন্স লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে সেই একই লাইনআপ দেখা যাবে আবারও। অ্যানফিল্ডে লড়বে লিভারপুল-রিয়াল মাদ্রিদ। আর প্যারিসে মুখোমুখি হবে পিএসজি-বায়ার্ন।
সাম্প্রতিক সময়ে অবশ্য পিএসজি এবং বায়ার্ন মিউনিখ একে অপরের চেনা প্রতিপক্ষ। ২০২০ সালের পর থেকে ৭ বার একে অন্যের মুখোমুখি হয়েছে। তাতে পাঁচবার জয় পেয়েছে ফ্রান্সের ক্লাবটি।
অবশ্য সবশেষ দেখায় ক্লাব বিশ্বকাপের ম্যাচে বায়ার্নকে ২-০ গোলে হারের স্বাদ দেয় লুইস এনরিকের পিএসজি। এবারের আসরে দুই দলই ৯ পয়েন্ট নিয়ে দখলে রেখেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই স্থান। ম্যাচটা তাই বিশেষ কিছু দুদলের জন্যই।
২০১৮ সালের ফাইনালের পর থেকে রিয়াল-লিভারপুলও ম্যাচ হয়েছে ৭টি। এখানে একক আধিপত্য রিয়ালেরই। দুই ফাইনালসহ ৫ জয় লস ব্লাঙ্কোসদের। লিভারপুল জয় পেয়েছিল গেলো মৌসুমের ম্যাচে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় এই ম্যাচে ফেভারিট হিসেবেই নামবে রিয়াল মাদ্রিদ।
এছাড়া রাতের অন্য ম্যাচগুলোতে মাঠে দেখা যাবে আর্সেনাল, অ্যাতলেটিকো মাদ্রিদ এবং য়্যুভেন্তাসের মতো জায়ান্টদের। আর্সেনাল খেলবে স্লাভিয়া প্রাগের বিপক্ষে, ঘরের মাঠে অ্যাতলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ ইউনিয়ন সেইন্ট গিলোইস। আর য়্যুভেন্তাসের পরীক্ষা নেবে স্পোর্টিং সিপি।




