কারাবো কাপ: কোয়ার্টার ফাইনালে ম্যানসিটি, আর্সেনাল, চেলসি; বিদায় লিভারপুলের
কারাবো কাপে কোয়ার্টার ফাইনালের টিকিট কেটেছে ম্যানচেস্টার সিটি, আর্সেনাল, চেলসি। আর চতুর্থ রাউন্ড থেকে ছিটকে গেছে সবশেষ রানার্স আপ দল লিভারপুল। ঘরের মাঠে অ্যানফিল্ডে নেমে তারই খেসারত দিতে হয়েছে এ ম্যাচে।