ইত্তিহাদের কাছে হেরে কিংস কাপ থেকে বিদায় রোনালদোর আল নাসরের

কিংস কাপে মাঠে খেলছেন রোনালদো
কিংস কাপে মাঠে খেলছেন রোনালদো | ছবি: সংগৃহীত
0

আল নাসরের হয়ে আবারও ব্যর্থ ক্রিস্টিয়ানো রোনালদো। এবার আল ইত্তিহাদের কাছে হেরে কিংস কাপের রাউন্ড অব সিক্সটিন থেকে বিদায় নিয়েছে তার দল। এ নিয়ে সৌদি আরবে পা রাখার পর থেকে ১৩টি আসর খেলে সবক’টিতেই ব্যর্থ হলেন পর্তুগিজ তারকা।

গতকাল (মঙ্গলবার, ২৮ অক্টোর) রাতে সাবেক সতীর্থ করিম বেনজেমার দল আল ইত্তিহাদের মুখোমুখি হয় ক্রিস্টিয়ানোর আল নাসর। সিআরসেভেন ছাড়াও এ দলে আছেন সাদিও মানে, জোয়াও ফেলিক্সের মত বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা। তারপরও বর্তমান চ্যাম্পিয়ন আল ইত্তিহাদের বিপক্ষে জিততে পারেনি আল নাসর।

আরও পড়ুন:

ম্যাচের ১৫ মিনিটে গোল করে ইত্তিহাদকে এগিয়ে দেন করিম বেনজেমা। প্রথমার্ধেই সে গোল শোধ করেন অ্যাঞ্জেলো। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই হৌসেম আওয়ারের গোলে লিড নেয় ইত্তিহাদ। দ্বিতীয়ার্ধের শুরুতেই আহমেদ আল জুলাইদান লাল কার্ড দেখায় দশজনের দলে পরিণত হয় ইত্তিহাদ। এরপর প্রাণপণ চেষ্টা চালালেও আর গোল শোধ করতে পারেনি আল নাসর।

২০২২ সালের শেষদিনে আল নাসরে যোগ দেয়ার পর থেকে এ নিয়ে ১৩টি টুর্নামেন্টে খেললেও, কোনো ট্রফি জিততে পারেননি রোনালদো।

এফএস