সিরিজে টিকে থাকার লড়াইয়ে আজ চট্টগ্রামে মাঠে নামছে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ
বাংলাদেশ ক্রিকেট দলের একাংশ | ছবি: সংগৃহীত
0

প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ব্যাটিং ব্যর্থতায় বড় ধাক্কা খেলেও সিরিজে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে দ্বিতীয় ম্যাচেে আজ (বুধবার, ২৯ অক্টোবর) ক্যারিবিয়ানদের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার এ ম্যাচে টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

চট্টগ্রামে ব্যাটিং সহায়ক উইকেটে সিরিজের ১ম ম্যাচ হেরে ব্যাকফুটে টিম বাংলাদেশ। ব্যাটিং-বান্ধব উইকেটে সাইফ-লিটনদের অসহায় আত্মসমর্পণ এবং টপ ও মিডল অর্ডারের নিষ্প্রভ পারফরম্যান্সের কারণে প্রথম ম্যাচের ধাক্কাটা বাংলাদেশের জন্য বেশ বড়। টানা চার সিরিজ জয়ের পর এবার ঘরের মাঠেই সিরিজ হারের শঙ্কা লিটন বাহিনীর।

একসময় টি-টোয়েন্টি ক্রিকেটে ধারাবাহিকভাবে সাফল্য পাওয়া ক্যারিবীয়রা এখন নিজেদের যেন হারিয়ে খুঁজছে। সিরিজে প্রথম ম্যাচে জয় পাওয়ায় কিছুটা ফুরফুরে মেজাজে তারা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিতে মরিয়া শাই হোপের দল। দুই দলের মুখোমুখি লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের জয় ১০টিতে আর বাংলাদেশের জয় ৮টিতে। পরিত্যক্ত হয়েছে ২ ম্যাচ।

আরও পড়ুন:

বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ দলে ব্যাটিং অর্ডারে আসতে পারে একের অধিক পরিবর্তন। শামীম পাটোয়ারীর জায়গায় দেখা যেতে পারে জাকের আলীকে। কম্বিনেশনের প্রয়োজনে দলে ফিরতে পারেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম।

টানা ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদকে দেয়া হতে পারে বিশ্রাম। কম্বিনেশনে তিন স্পিনারের সঙ্গে থাকতে পারে দুই পেসার ।

সাম্প্রতিক সময়ে খুব একটা ছন্দে নেই বাংলাদেশের ব্যাটাররা। টপ অর্ডার কিংবা মিডল অর্ডার দুই জায়গাতেই ধারাবাহিকতার অভাব প্রকট। এক দিকে সিরিজ বাঁচানোর লড়াই অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সেরা কম্বিনেশনে দল নির্ধারণ করাই এখন লিটনদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এফএস