বিশ্বকাপ বাছাইপর্ব: কঠিন সমীকরণের মুখে ইতালি

ইতালি ফুটবল দল
ইতালি ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

বাছাইপর্বের কঠিন সমীকরণের মুখে চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। আই গ্রুপে আর্লিং হ্যালান্ডের হ্যাটট্রিকে ইসরাইলকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ৬ ম্যাচে ৬ জয় নিয়ে সবার ওপরে নরওয়ে। অন্যদিকে এস্তোনিয়াকে ৩-১ গোলে হারিয়ে ৫ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের দুইয়ে আজ্জুরিরা। শেষ পর্যন্ত কারা পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট।

১১ জুন পর্দা উঠবে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থের। প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ফিফা বিশ্বকাপ ২০২৬। সময় বাকি ১ বছরেরও কম। এরই মাঝে চলছে ইউরোপ সেরাদের বাছাইপর্বের লড়াই। জমে উঠেছে আই গ্রুপের সমীকরণ।

অবিশ্বাস্য ফর্মে আছেন আর্লিং হ্যালান্ড। অসলোয় একচেটিয়া আধিপত্যের ম্যাচে ইসরায়েলের জালে গোল উৎসব করে নরওয়ে। ১৮ মিনিটে নিজেদের জালে বল জড়ান আনান খালাইলি। এরপর ২৭ মিনিটে আর্লিং হ্যালান্ডের গোল। মিনিট খানেক পরেই আবার আত্মঘাতী গোল করেন ইসরাইলের ইদান নাচমিয়াস। ৩ গোলের লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে। এরপর ৬৩ ও ৭২ মিনিটে টানা দুই গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হ্যালান্ড। এই হ্যাটট্রিকে জাতীয় দলের হয়ে ৪৬ ম্যাচে তার গোল সংখ্যা এখন ৫১টি।

১৯৯৮ সালের পর প্রথমবার বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন নরওয়ের সামনে। ৬ ম্যাচে ৬ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে আই গ্রুপের শীর্ষে তারা।

আরও পড়ুন:

রাতের অন্য ম্যাচে এস্তোনিয়ার মুখোমুখি হয় ৪ বারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। ম্যাচের চতুর্থ মিনিটেই দারুণ এক গোল করে আজ্জুরিদের আনন্দে ভাসান ফরোয়ার্ড ময়জে কিন। ম্যাচের ১৫ মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। খেলার ৩০ মিনিটে পেনাল্টি মিস করেন রেতেগুই। যদিও ৮ মিনিট পড়েই দৃষ্টিনন্দন এক গোলে ব্যবধান ২-০ করেন এই ইতালিয়ান স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে ময়জে কিনের বদলি হিসেবে নামা এস্পোসিতো জটলার ভেতর বল পেয়ে বাঁকানো শটে গোল করে ৩ গোলের লিড এনে দেন আজ্জুরিদের। ২ মিনিট পরেই কাউন্টার অ্যাটাকে ডোনারুম্মার ভুলে ১ গোল শোধ দেয় এস্তোনিয়া। ৫ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের দুইয়ে গাত্তুসোর শিষ্যরা।

ফুটবলের ঐতিহ্য ও ইতিহাস বিচারে ইতালি বেশ সমৃদ্ধ। কিন্তু টানা দুই বিশ্বকাপ খেলতে পারা নীল শিবিরে এবারও আছে বাছাইপর্বের কঠিন সমীকরণে। শীর্ষে থাকা নরওয়ে পয়েন্ট না হারালে চলে আসবে গোল ব্যবধানের সমীকরণ। তাই শেষ ৩ ম্যাচে জয় পেলেও পেরোতে হবে প্লে অফের কঠিন সমীকরণ।

এছাড়া নিজ নিজ ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে রোনালদোর পর্তুগাল আরেক ম্যাচে জর্জিয়াকে ২-০ গোলে হারিয়েছে স্পেন।

ইএ