প্রীতি ম্যাচে বিকেলে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি ব্রাজিল

ম্যাচের আগে অনুশীলনে পুরো ব্রাজিল দল
ম্যাচের আগে অনুশীলনে পুরো ব্রাজিল দল | ছবি: সংগৃহীত
2

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে লাতিন আমেরিকা অঞ্চলের দলগুলোর। সেই লক্ষ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় আজ (শুক্রবার, ১০ অক্টোবর) বিকেল ৫টায়।

লাতিন আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপ বাছাইপর্ব আগেই শেষ হয়েছে। পয়েন্ট টেবিলে পাঁচে থেকে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে চলা আসরের টিকিট কেটেছে কার্লো আনচেলত্তির দল।

বাছাই পর্বে খুবে বেশি ভালো না করলেও বিশ্বমঞ্চে নামার আগে ভালোভাবেই প্রস্তিতি সারতে চাইবেন দলটির ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি।

আরও পড়ুন:

তাইতো ইউরোপ, আফ্রিকা ও এশিয়া মহাদেশের কয়েকটি দলের সঙ্গে প্রীতি ম্যাচের আয়োজন করতে চায় ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। এর প্রেক্ষিতেই প্রথমেই এশিয়া মহাদেশের দুটি দলের সঙ্গে ম্যাচের আয়োজন করা হয়েছে।

অক্টোবর উইন্ডোতে ব্রাজিলের দ্বিতীয় প্রীতি ম্যাচটি জাপানের সঙ্গে। টোকিওতে মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে এ ম্যাচটি।

এসএইচ