লা লিগা: ভিয়ারিয়ালকে হারিয়ে টেবিলের শীর্ষে ফিরলো রিয়াল

ভিনিসিয়াস ও এমবাপ্পের উদযাপনের মুহূর্ত
ভিনিসিয়াস ও এমবাপ্পের উদযাপনের মুহূর্ত | ছবি: সংগৃহীত
0

ভিনিসিয়াস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে ভিয়ারিয়ালকে ৩-১ ব্যবধানে হারিয়ে পুনরায় লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ফিরে পেয়েছে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচ শেষে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়েছে ফরাসি তারকা এমবাপ্পেকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথমার্ধে দুদলের কেউই গোলের দেখা পায়নি। তবে বিরতির পর মাঠে খেলা গড়ানোর মিনিট দুয়েকের মধ্যেই ভিনিসিয়াসের গোলে এগিয়ে যায় রিয়াল। 

৬৯ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন এ ব্রাজিলিয়ান তারকা। ৭৩ মিনিটে ভিয়ারিয়াল ফরোয়ার্ড জর্জেস মিকাউতাদজ অবশ্য এক গোল শোধ করেন।

আরও পড়ুন:

এর চার মিনিট পর ভিনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সান্তিয়াগো মেরিনো। ১০ জনের ভিয়ারিয়ালের সঙ্গে ৮১ মিনিটে গোল করে ব্যবধান আবারও বাড়ান এমবাপ্পে। 

এ জয়ে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লস ব্লাঙ্কোসরা। এক ম্যাচ কম খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।

এসএইচ