অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপ: কাল জর্ডানের উদ্দেশ্যে রওনা দেবে দল

অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড়
অনূর্ধ্ব-১৭ নারী দলের খেলোয়াড় | ছবি: সংগৃহীত
0

অনূর্ধ্ব ১৭ নারী এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে আগামীকাল (রোববার, ৫ অক্টোবর) জর্ডানের উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের সেরা দল আগামী বছর চীনে হতে যাওয়া প্রতিযোগিতাটির মূলপর্বে খেলবে।

জাতীয় ও অনূর্ধ্ব-২০ দল নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। এবার অনূর্ধ্ব-১৭ দলের সামনে সেই সুযোগ। বাছাইয়ের ম্যাচে নামার আগে সংযুক্ত আরব আমিরাতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা।

আরও পড়ুন:

এরপর জর্ডানে এইচ গ্রুপের ম্যাচে প্রতিপক্ষ জর্ডান ও চাইনিজ তাইপে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে ভালো খেলাই লক্ষ্য বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

এসএস