পিএসজির বিপক্ষে বার্সার হার, পৃথক ম্যাচে জিতলো আর্সেনাল

পিএসজির বিপক্ষে বার্সেলোনা হার
পিএসজির বিপক্ষে বার্সেলোনা হার | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে গত (বুধবার, ১ অক্টোবর) রাতে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ ব‍্যবধানে হেরেছে বার্সেলোনা। দিনের আরেক ম‍্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। মোনাকোর সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট খুইয়েছে ম্যানচেস্টার সিটি।

হালের বার্সা পিএসজি দ্বৈরথ মানেই বিশেষ কিছু। তবে চ্যাম্পিয়ন্স লিগের দেখায় ইনজুরি ধাক্কায় ছিলেন না দুই দলের দলের বেশ কয়েকজন তারকা খেলোয়াড়। ঘরের মাঠে শুরুতেই বার্সেলোনাকে এগিয়ে নেন ফেরান তরেস। ১৯ মিনিটে লামিনের ইয়ামালের বাড়ানো বলে রাশফোর্ডের ক্রসে চমৎকার স্লাইডে গোল করেন তরেস।

৩৮ মিনিটে নুনো মেন্দেসের দারুণ পাসে ডি-বক্সের ভেতর বাঁ পায়ের শটে জাল খুঁজে নেন মায়ুলু। একের পর এক আক্রমণে বার্সাকে চেপে ধরে পিএসজি। ম‍্যাচের শেষ সময়ে ব‍্যবধান গড়ে দেন গন্সালো রামোস। ৯০ মিনিটে হাকিমির ঠাণ্ডা মাথার ক্রসে বল জালে পাঠান রামোস।

এ জয়ে তিনে উঠে এলো পিএসজি। আরও পাঁচ দলের মতো নিজেদের প্রথম দুই ম‍্যাচে জিতল ডিফেন্ডিং চ‍্যাম্পিয়নরা। তবে গোল পার্থক‍্যে তাদের চেয়ে এগিয়ে রয়েছে বায়ার্ন মিউনিখ ও রিয়াল মাদ্রিদ। এ হারে ১৬ নম্বরে নেমে গেছে বার্সেলোনা। তাদের সমান ৩ পয়েন্ট মোট ১৩টি দলের।

আরও পড়ুন:

দিনের আরেক ম‍্যাচে, অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। প্রথমার্ধে গাব্রিয়েল মার্তিনেল্লি দলকে এগিয়ে নেওয়ার পর ম‍্যাচের যোগ করা সময়ে ব‍্যবধান দ্বিগুণ করেছেন বুকায়ো সাকা। টানা দ্বিতীয় জয়ে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে আছে আর্সেনাল।

চ্যাম্পিয়ন্স লিগে প্রথম পর্বের দ্বিতীয় রাউন্ডে বুধবার মোনাকোর মাঠে ২-২ গোলে ড্র করেছে ম্যানসিটি। জর্ডান টেজে প্রথমবার স্বাগতিকদের সমতায় ফেরানোর পর, শেষ দিকে তাদের ১ পয়েন্ট নিশ্চিত করেন এরিক ডায়ার। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে সিটি। ১ পয়েন্ট নিয়ে ৩০ নম্বরে মোনাকো।

এছাড়া বিলবাওয়ের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বরুশিয়া ডর্টমুন্ড ও স্পোর্টিং সিপিকে ২-১ গোলে হারিয়েছে নাপোলি। ভিলারিয়ালের মাঠে ২-২ গোলে ড্র করেছে য়্যুভেন্তাস।

এফএস