আগের আসরটিতে ভুটান থেকে একরাশ হতাশা নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল দল। ভারতের বিপক্ষে সেবার ২-০ গোলে হেরে সাফ জয়ের সুযোগ হাতছাড়া হয় লাল-সবুজ প্রতিনিধিদের। এবার সেই ভারতকে হারিয়েই সাফ জয়ের সুযোগ হাতছানি দিচ্ছে বাংলাদেশকে।
গ্রুপ পর্বে তিন জয় ও সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়ে ফাইনালে এসেছে ভারত। শক্তিমত্তায় তাই দলটিকে এগিয়েই রেখেছেন বাংলাদেশ দলের কোচ। তবে ভারতকে হারানো অসম্ভব নয় এমনটাও আশা ব্যক্ত করেছেন গোলাম রাব্বানি ছোটন।
বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল দল কোচ গোলাম রাব্বানি ছোট বলেন, ‘খেলার জন্য আমাদের ছেলেরা এক্সাইটেড এবং মোটিভেটেড। আমরা খেলার জন্য প্রস্তুত আছি। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং তবে এখানে আমাদের সুযোগও আছে।’
কোচের সঙ্গে সুর মিলিয়ে জয়ের প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশের অধিনায়ক।
আরও পড়ুন:
বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ জাতীয় ফুটবল দল অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলেন, ‘ইন্ডিয়া অবশ্যই শক্তিশালী একটি দল। তবে আমরা দেশের প্রতিটি মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা করব।’
আসরটির গ্রুপপর্বে তিন জয়ের পাশাপাশি সেমিফাইনালে নেপালকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। সবকটি ম্যাচে জয় নিয়ে ফাইনালে আসা দলটি তাই ম্যাচের আগে আত্মবিশ্বাসে টইটুম্বুর। আসরটির হিসাবেও এগিয়ে থাকবে ভারত। দশবার অংশ নিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ছয়বার চ্যাম্পিয়ন হয়েছে দলটি। অন্যদিকে ভারতের সমান সংখ্যকবার অংশ নিয়ে দুবার শিরোপা ঘরে তুলতে পেরেছে বাংলাদেশ।
এবারের আসরে ভারতের মতো বাংলাদেশও হারেনি কোনো ম্যাচে। গ্রুপ 'এ' তে একটি দল কম থাকায় দলটির তুলনায় এক ম্যাচ কম খেলেছে লাল-সবুজরা। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়েছে ২-০ গোলে। অপ্রতিরোধ্য এই যাত্রায় ম্যাচে বাংলাদেশকেও রাখবে চনমনে।
বাংলাদেশের ফুটবলাররা ম্যাচ খেলার জন্য পুরোপুরি প্রস্তুত। ম্যাচে নেই কোনো ইনজুরি শঙ্কা। ম্যাচের আগের ২৪ ঘণ্টা থেকে কলোম্বোতে বৃষ্টির মাত্রা বেড়েছে। তাই ম্যাচ ছাপিয়ে বৃষ্টি হতে পারে আলোচনার মূল বিষয়।





