মেসির জোড়া গোলে ইন্টার মায়ামির জয়

লিওনেল মেসি
লিওনেল মেসি | ছবি: সংগৃহীত
0

মেসির জোড়া গোল ও এসিস্টে নিউইয়র্ক সিটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে ইন্টার মায়ামি। এ জয়ে এমএলএস কাপের প্লে–অফে উঠল মায়ামি।

ম্যাচের দুই অর্ধেই এমএলএসের ইতিহাসে নাম লেখান লিওনেল মেসি। ৪৩ মিনিটে ডিফেন্স চেরা পাসে মিডফিল্ডার রদ্রিগেজকে দিয়ে ১ গোল করান তিনি। এ এসিস্টে এমএলএসের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা দুই মৌসুমে অন্তত ৩৫ গোলে অবদান রাখলেন মেসি।

আরও পড়ুন:

বিরতির পর ৭৪ মিনিটে বিপক্ষের গোলকিপারের মাথার উপর চিপ করে নিজের প্রথম গোল করেন মেসি। ৮৬ মিনিটে দারুণ কোণাকুণি শটে করেন নিজের দ্বিতীয় গোল। মাঝে ৮৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন সুয়ারেজ।

এমএলএসের ইতিহাসে চতুর্থ খেলোয়াড় হিসেবে এক মৌসুমে ৮ ম্যাচে একাধিক গোলের রেকর্ড গড়লেন মেসি। ২৩ ম্যাচে ২৪ গোল করে এই মৌসুমে লিগে শীর্ষ গোলদাতাও তিনি।

ইএ