এশিয়ান কাপ বাছাইপর্ব নিশ্চিতের পর থেকেই বেশ ব্যস্ত-ই ছিলেন আফঈদা খন্দকার, সাগরিকারা। দেশের মাটিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ২০ সাফ শেষ হতে না হতেই জুনিয়র এশিয়ান কাপ বাছাইয়ের জন্য লাওসে উড়াল দেন পিটার বাটলারের শিষ্যরা।
পিটারের পরিকল্পনায় অনূর্ধ্ব-২০ নারী দলেরও সাফল্য অর্জন। এরপর ১১ আগস্ট দেশে ফিরে লম্বা সময়ের জন্য ছুটিতে যান খেলোয়াড়সহ কোচিং স্টাফরা। একমাসের বেশি সময়ের বিরতির পর ক্যাম্প ১৫ সেপ্টেম্বর শুরুর কথা থাকলেও তা করা যায়নি এখন পর্যন্ত।
বিশেষ করে ২০২৬ অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপ মিশনের জন্য যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আসরের ৯ বারের চ্যাম্পিয়ন চীন, ৩ বার জয়ী উত্তর কোরিয়া। এবং আসরে পাঁচবার খেলার অভিজ্ঞতা রয়েছে মধ্য এশিয়ার দেশ উজবেকিস্তানের। সে জায়গায় নিতান্তই শিশু বাংলাদেশের পরিকল্পনাতেই আটকে আছে নারী ফুটবলারদের বিশেষ ক্যাম্প।
আপাতত আগামী মাসের শেষের দিকে থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার বিষয়টি নিশ্চিত করতে পেরেছে বাফুফে। তবে জাপানে ক্যাম্পসহ অস্ট্রেলিয়া দলের সঙ্গে ম্যাচ খেলার বিষয়টি আলোচনা টেবিল পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে। ইতিহাসে গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলার যোগ্যতা অর্জন করে আফঈদা রিপারা। তবে বাফুফের উদাসীনতায় মূল আসরে নারী খেলোয়াড়দের স্মরণীয় কোনো সাফল্য গড়তে হোঁচট খাবে কিনা তা সময় বলে দিবে।





