নেপালে জেন-জিদের বিক্ষোভ: অবরুদ্ধ থাকলেও নিরাপদে বাংলাদেশ ফুটবল দল

নেপালে চলছে জেন-জিদের বিক্ষোভ; আটকা পড়েছেন বাংলাদেশ ফুটবল দল
নেপালে চলছে জেন-জিদের বিক্ষোভ; আটকা পড়েছেন বাংলাদেশ ফুটবল দল | ছবি: সংগৃহীত
0

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে নেপালে অবস্থান করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে জেন-জিদের বিক্ষোভে উত্তাল দেশটিতে টিম হোটেলে অনেকটা অবরুদ্ধ হলেও নিরাপদে আছেন জামাল ভূঁইয়ারা। এখন টিভিকে জানিয়েছেন টিম ম্যানেজার আমের খান। প্রতিকূল পরিস্থিতি এরই মধ্যে স্থগিত হয়েছে অনুশীলন, শঙ্কা আছে ম্যাচ নিয়েও।

আজ (সোমবার, ৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় নির্ধারিত ছিল অনুশীলনের সূচি। তবে হোটেল থেকেই বেরোনো হয়নি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। জেনজি-দের বিক্ষোভে বর্তমানে উত্তাল নেপাল। 

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাই টিম হোটেলেই অবস্থান করছে পুরো স্কোয়াড। যদিও মূল আন্দোলনস্থল নেপালের সংসদ ভবন থেকে দূরে থাকায় নিরাপদেই আছেন ফুটবলাররা। নেপাল থেকে দলের সবশেষ অবস্থান এখন টেলিভিশনকে নিশ্চিত করেছেন দলের ম্যানেজার আমের খান।

আরও পড়ুন:

আমের খান বলেন, ‘আলহামদুলিল্লাহ আমরা সব দিক থেকেই নিরাপদে আছি। আমরা যে হোটেলে আছি সেখানে কোনো সমস্যা নেই। এখানে নেপালি যারা আছেন, তারা সবাই নিউজ নিয়েই ব্যস্ত। আমরা কোনো ফলাফল না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারছি না।’

এদিকে চলমান পরিস্থিতির জন্য বাংলাদেশ দলের অনুশীলন স্থগিত করা হয়েছে। আগামীকালের ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছে পুরো দল।

আমের খান বলেন, ‘আমাদের ৫টা ৩০ মিনিটের পর একটা সিদ্ধান্ত জানানো হবে।’

দুই ম্যাচের জন্য নেপালে উড়াল দিয়েছিল বাংলাদেশ দল। আগামীকাল ৯ তারিখ দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ।

এসএইচ